kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

নকল প্রসাধনী তৈরি, আটক ১

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

২৭ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গার আলমডাঙ্গার পাঁচকমলাপুর গ্রামে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে কেমিক্যাল, মিক্সার মেশিনসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচকমলাপুর গ্রামে নকল প্রসাধনীর তৈরির ওই কারখানায় অভিযান চালায়।

পুলিশের অভিযানকালে বাড়ির মালিক ওবায়দুল হককে আটক করলেও পালিয়েছেন তাঁর ভাই জাহাঙ্গীর আলম।

অভিযান সূত্রে জানা যায়, পুলিশ বিভিন্ন কেমিক্যাল, ৩২-৩৪টি খালি ড্রাম, হারপিকের খালি কৌটা, মেহেদি, যৌন উত্তেজক জুস, ছয়টি নকল প্রসাধনীসহ কয়েকটি মিক্সার মেশিন উদ্ধার করে। এ সময় বাড়ির মালিককে আটক করে পুলিশ। তবে পালিয়ে যান জাহাঙ্গীর আলম।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, ওবায়দুল ও জাহাঙ্গীর দুই ভাই মিলে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে নকল প্রসাধনী তৈরি করে আসছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা