kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

গোয়ালন্দে অগ্নিদগ্ধ একজন গুরুতর আহত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি   

২৭ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মুহাম্মদ সাইফুর রহমান ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বাসার দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাইফুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে একা বসবাস করেন। তাঁর স্ত্রী, দুই সন্তানসহ পরিবারের অন্যরা গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালীতে থাকেন। গতকাল বিকেল ৪টার দিকে চিৎকারের শব্দ পেয়ে আশপাশের লোকজন গিয়ে দেখেন তাঁর কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে তাঁকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, ‘অগ্নিদগ্ধে সাইফুর রহমানের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষের ভেতরে মশার কয়েল জ্বালিয়ে তিনি ঘুমাচ্ছিলেন। অসাবধানতাবশত ওই কয়েল থেকে বিছানার চাদরে আগুন লেগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’

মন্তব্যসাতদিনের সেরা