kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

ফরিদপুরে পুড়ল ২১ দোকান

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৬ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে ভয়াবহ আগুনে ২১টি দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার রাতে বাজারের জুতাপট্টিতে দেলোয়ারের জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদপুর ও মধুখালী থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নিজামউদ্দিন বলেন, ‘ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। তারা আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।’

মন্তব্যসাতদিনের সেরা