kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

আটকা পড়া যাত্রী নিতে এসে মৃত্যু বোটচালকের

চাঁদপুর প্রতিনিধি   

২৬ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের প্রফেলারে পেঁচিয়ে মারা যাওয়া স্পিডবোটচালক জাহাঙ্গীর হোসেনের (৪৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল বুধবার সকালে চাঁদপুর লঞ্চ টার্মিনালের পাশে মেঘনা নদীতে তাঁর লাশ পাওয়া যায়। এর আগে গত মঙ্গলবার এমভি ময়ুর-৭ নামের একটি যাত্রীবাহী লঞ্চের প্রফেলারে পেঁচিয়ে নিখোঁজ হন জাহাঙ্গীর।

নিহতের বড় ভাই আলাউদ্দিন জানান, ভোলা সদরের দক্ষিণ রাজাপুর গ্রামে তাঁদের বাড়ি। তাঁর ভাইয়ের চার সন্তান রয়েছে। আলাউদ্দিন আরো জানান, গত মঙ্গলবার দুপুরের পর রাজধানীর সদরঘাট থেকে ভোলার যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এই অবস্থায় তাঁদের কয়েকজন আত্মীয় সদরঘাটে আটকা পড়ে। তারা চাঁদপুরের লঞ্চ পেয়েছে—এমন সংবাদ পেয়েই চাঁদপুর থেকে ভোলায় নিতে যেতে জাহাঙ্গীর স্পিডবোট নিয়ে এসেছিলেন।

চাঁদপুর নৌ পুলিশ থানার ওসি জাহিদুল ইসলাম জানান, লঞ্চের পেছনে জাহাঙ্গীরের স্পিডবোট অবস্থান করছিল। তখন স্পিডবোট উল্টে নিখোঁজ হন জাহাঙ্গীর। তবে ওই ঘটনায় তাঁর সঙ্গী ফরহাদ হোসেন বেঁচে যান।

মন্তব্যসাতদিনের সেরা