kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

কিস্তি তুলতে গিয়ে তিন এনজিওকর্মী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি   

২৬ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ঋণের কিস্তি তুলতে গিয়ে আটক হয়েছেন তিনজন এনজিওকর্মী। পরে তাঁদের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে সোপর্দ করা হলে সেখানে মুচলেকা দিয়ে ছাড়া পান তাঁরা।

জানা গেছে, গতকাল বুধবার সকালে ও দুপুরে সদর উপজেলা পৌরসভার হাজীপাড়া ও গোয়ালপাড়ায় দরিদ্র ব্যক্তিদের কাছ থেকে ঋণের কিস্তি উত্তোলন করছিলেন এনজিওকর্মীরা।

এ সময় স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে মুঠোফোনে এ সংবাদ দেন। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে গিয়ে এনজিওকর্মীদের আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে সোপর্দ করেন।

আটককৃতরা হলেন বেসরকারি সংস্থা ইএসডিওর ফিল্ড অফিসার মনিকা আক্তার, এস বি এম মহিউদ্দীন ও পদক্ষেপ সংস্থার ফিল্ড অফিসার জিতেন্দ্রনাথ রায়। আটককৃতরা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিস্তি আদায় করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন।

মন্তব্যসাতদিনের সেরা