kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

বগুড়ায় অটোরিকশা চালককে হত্যা

আলাদা স্থানে আরেকজনের লাশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া ও শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি    

১৫ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় গত শুক্রবার রাতে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক শাওনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে জেলা শহরের কামারগাড়ী রেলগেটের পাশে রেললাইনের কাছ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে গতকাল দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।

শাওন গাবতলীর বাগবাড়ী ইউনিয়নের নিজ গ্রামের বুলু মিয়ার ছেলে। তিনি জেলা শহরের চকফরিদ কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।

বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন শাওন। পরে আর তাঁর খোঁজ মেলেনি।

অন্যদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মিলেছে ট্রাকচালক শামীম হোসেনের লাশ। তিনি একই জেলার শেরপুরের কুসুম্বি ইউনিয়নের খিকিন্দা গ্রামের আব্দুস সালামের ছেলে।

পরিবারের অভিযোগ, শামীম ও তাঁর স্ত্রীর মধ্যে কলহ চলছিল। শুক্রবার রাতে পাশের শাজাহানপুরের জামুন্না হাট এলাকায় ট্রাকের ভেতর গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা