kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি   

৯ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঠাকুরগাঁওয়ের পূর্বশত্রুতার জেরে শান্তিনগর এলাকায় প্রকাশ্যে ইমাম হোসেন হীরা (২২) নামের এক যুবককে হত্যার দায়ে জাকির হোসেন (২৫) ও মো. খালেক (১৯) নামে আপন দুই ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি এম তারিকুল কবীর এ রায় দেন। দণ্ডিত দুই ভাই সদর উপজেলার দক্ষিণ সালান্দর ইউনিয়নের মৃত নজরুল ইসলামের ছেলে। এই মামলার অন্য এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস দিয়েছেন।

এ বিষয়ে জেলা জজ আদালতের এপিপি মো. আব্দুল হামিদ জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলা শান্তিনগর এলাকার নূরল ইসলামের ছেলে ইমাম হোসেন হীরা ও জাকির হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০১৪ সালের ১০ আগস্ট হীরা শান্তিনগর গ্রামে তাঁর বাড়ির পাশে কালভার্টের ওপর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জাকির হোসেন সেখানে এসে হীরাকে হত্যার হুমকি দিলে তাঁদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে জাকির সেখান থেকে চলে গিয়ে কিছুক্ষণ পর আবারও তাঁর ভাই মো. খালেকসহ ঘটনাস্থলে ফিরে আসেন এবং কাঁচি দিয়ে হীরার বুকে ও পিঠে গুরুতর জখম করে পালিয়ে যান। এ সময় লোকজন হীরাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে নেওয়া পথে হীরার মৃত্যু হয়। এ ঘটনায় হীরার ছোট ভাই মো. শাহজাহান বাদী হয়ে জাকির হোসেন ও মো. খালেক এবং তাঁদের মা মোছা. খাতেজা বেগমকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

মন্তব্যসাতদিনের সেরা