kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

ফলক ভাঙচুরের প্রতিবাদ

পটুয়াখালী প্রতিনিধি   

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভাষাসৈনিক, ৭১-এর যুদ্ধকালীন সংগ্রাম পরিষদের অন্যতম সংগঠক ও সাবেক এমপি, ন্যাপের প্রয়াত নেতা সৈয়দ আশরাফ হোসেন। ২১ ফেব্রুয়ারি রাতে তাঁর সমাধির স্মৃতিফলক ভেঙে ফেলা হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে ন্যাপ ও কমিউনিস্ট পার্টি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান মোহন, মুক্তিযোদ্ধা শাহজাহান খান, ন্যাপের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী দিলীপ, কমিউনিস্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লা, সাবেক সভাপতি কমরেড শাহাবুদ্দিন আহম্মেদ মাস্টার ও সুভাষ চন্দ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা