kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল

পর্দা কেলেঙ্কারিসহ বিভিন্ন অনিয়মের তদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপর্দা কেলেঙ্কারিসহ ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন কাজের তদন্তে গঠিত সংসদীয় কমিটি তাদের তদন্তকাজ গতকাল বৃহস্পতিবার শেষ করেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের সম্মেলনকক্ষে দফায় দফায় বিভিন্ন ক্রয় কমিটিসহ সংশ্লিষ্ট ব্যক্তির মতামত নেওয়া হয়। তদন্ত কমিটির আহ্বায়ক হলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, মনসুর রহমান, আব্দুল আজিজ, সৈয়দা জাকিরা নূর ও অতিরিক্ত সচিব (স্বাস্থ্য) স্বপন বড়াল। গতকাল তদন্ত কমিটির সদস্যরা বাজারদর ক্রয় কমিটি, মূল্যায়ন কমিটি, সার্ভে কমিটি, কারিগরি কমিটির সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

 

মন্তব্যসাতদিনের সেরা