kalerkantho

শুক্রবার । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৯  মে ২০২০। ৫ শাওয়াল ১৪৪১

বিশ্ববিদ্যালয় দাবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি উঠেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এ দাবি আদায়ে গত শনি ও গতকাল রবিবার আন্দোলনের কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গত শনিবার শিক্ষার্থীরা কলেজের সামনে খাগডহর বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন। গতকাল রবিবার কলেজের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের প্রতিনিধি হিসেবে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সমর কান্তি বসাক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান ঘটনাস্থলে যান। শিক্ষার্থীদের দাবি তাঁরা সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা পরে ক্যাম্পাসে ফিরে যান।

মন্তব্যসাতদিনের সেরা