kalerkantho

শুক্রবার । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৯  মে ২০২০। ৫ শাওয়াল ১৪৪১

অভিযান বন্ধের দাবিতে অবরোধ

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের অভয়নগরে নওয়াপাড়া রেলস্টেশনের সরকারি জমি থেকে বস্তি উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে বস্তিবাসী। গতকাল রবিবার সকাল ১০টায় যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আয়োজন করে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বাস্তুহারা লীগ। অবরোধ চলাকালে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অভয়নগর থানা ও নওয়াপাড়া হাইওয়ে থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি নূর ইসলাম হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা