kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

পানিতে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামে টিউবওয়েলের পানি নিষ্কাশন ড্রেনে পড়ে মৃত্যু হয়েছে দেড় বছরের শিশু আয়েশা খাতুনের। গতকাল রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আয়েশা বিনোদপুর গ্রামের হাবিল উদ্দিনের মেয়ে। জানা যায়, গতকাল সকালে আয়েশে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় অসাবধানতায় টিউবওয়েলের পানি নিষ্কাশন ড্রেনে পড়ে যায়। বাড়ির লোকজন আয়েশাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে টিউবওয়েলের পানি নিষ্কাশন ড্রেনের পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা