kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

হাসপাতাল চালুর দাবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গায় ২৫০ শয্যার হাসপাতাল চালু ও মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপনসহ একাধিক দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল শনিবার চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চুয়াডাঙ্গায় একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কৃষি বিশ্ববিদ্যালয় জরুরি। চুয়াডাঙ্গা শহরে একটি সদর হাসপাতাল থাকলেও সেখানে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। এ জন্য অবিলম্বে চুয়াডাঙ্গায় মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতি পরিচালক কিশোর কুমার কুণ্ডু, মডেল হাসপাতাল বাস্তবায়ন সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলু, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্যসাতদিনের সেরা