kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

নরসিংদীতে স্বাস্থ্য সহকারীকে মারধর

নরসিংদী প্রতিনিধি   

২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনরসিংদীতে সন্ত্রাসী হামলায় মাহবুবুর আলম নামের এক স্বাস্থ্য সহকারী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। মাহবুবুর আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন মেহেরপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কর্মরত। এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসিক টিকাদান কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সদরের ভগিরথপুর নজরুল সরকারের বাড়ির টিকাকেন্দ্রে মা ও শিশুকে টিকা দিতে যান মাহবুবুর। সেখানে স্থানীয় মামুন মিয়া এক নারীকে নিয়ে এসে তাঁর বাচ্চাকে টিকা না দেওয়ার কারণ জানতে চান। জবাবে স্বাস্থ্য সহকারী মাহবুবুর জানান, রেজিস্ট্রেশনের পর তাঁর বাচ্চাকে টিকা দেওয়া হবে। এই কথা বলার পর সন্ত্রাসীদের নিয়ে মাহবুবুরের ওপর চড়াও হয় মামুন। তা ছাড়া সন্ত্রাসীরা সরকারি কাজে ব্যবহূত রেজিস্ট্রেশন-টালি বই ছিঁড়ে এবং চেয়ার ভেঙে ফেলে। মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, ‘তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্যসাতদিনের সেরা