কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বড়কালী গ্রামের অটোরিকশাচালক জামাল হোসেনের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার বড়কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ইউপি সদস্য আব্দুল মমিন, নিজাম উদ্দিন খোকন, শাহ আলম, মীর হোসেন মোল্লা, মনির হোসেন, ডা. সিদ্দিকুর রহমান প্রমুখ। বক্তারা জামালের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি পাঁচ-ছয় ভাড়াটিয়া সন্ত্রাসী জামালকে অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
মন্তব্য