kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

ভাষাসৈনিককে সংবর্ধনা

আঞ্চলিক প্রতিনিধি, রংপুর   

২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মজিবর রহমান মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে ভাষাসৈনিক হিসেবে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয় আবদুল জব্বার সরকার, ইউনুস লোহানী ও ইদ্রিস লোহানীর পরিবারকে। রংপুরের বদরগঞ্জে গতকাল শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে মজিবর রহমানকে ওই সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। এ সময় মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয় অন্য তিন ভাষাসৈনিকের পরিবারের সদস্যদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনাসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম ও ইউএনও নবীরুল ইসলাম।

মন্তব্য