kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

দৃষ্টিশক্তি হারাচ্ছে শিশু আব্দুল্লাহ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদৃষ্টিশক্তি হারাতে বসেছে বগুড়ার শাজাহানপুরের শিশু শিক্ষার্থী আব্দুল্লাহ (৮)। কারণ অর্থাভাবে শিশুটির উন্নত চিকিৎসা করাতে পারছে না পরিবার। আব্দুল্লাহ মালীপাড়া গ্রামের রিকশাভ্যানচালক সাইদুল ইসলামের ছেলে। সে মালীপাড়া গ্রামীণ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। শিশুটির বাবা সাইদুল জানান, দেড় মাস আগে স্কুলে দুষ্টামির সময় তাঁর ছেলের বাঁ চোখে সহপাঠীর কলমের খোঁচা লাগে। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় চিকিৎসক দেখান তাঁরা। কিন্তু চিকিৎসা চালানোর মতো টাকা না থাকায় বাড়িতে ফিরে আসেন। এখন তাঁর ছেলের চোখের অবস্থা ভালো না। উন্নত চিকিৎসা দিতে না পারলে দৃষ্টিশক্তি হারাতে পারে বলে আশঙ্কা তাঁর। এ জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা