kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

কলারোয়ায় নেই বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে

সাতক্ষীরা প্রতিনিধি   

২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাতক্ষীরার কলারোয়ার বেশির ভাগ স্কুল-কলেজে শহীদ মিনার নেই। এ ছাড়া উপজেলার কোনো মাদরাসায় নেই শহীদ মিনার। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে দুটিতে আজও কোনো শহীদ মিনার নির্মাণ করা হয়নি।

জানা যায়, উপজেলার কয়লা ও জালালাবাদ ইউনিয়নে কোনো শহীদ মিনার নেই, নির্মাণের উদ্যোগও নেওয়া হয়নি। এ ছাড়া উপজেলার ৩৪টি এমপিওভুক্ত মাদরাসার একটিতেও নেই শহীদ মিনার। এর মধ্যে সবচেয়ে পুরনো মাদরাসার সংখ্যা পাঁচটি।

১২টি বেসরকারি কলেজের মধ্যে সাতটিতেই কোনো শহীদ মিনার নির্মাণ করা হয়নি। কলারোয়া সরকারি কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, চন্দনপুর ইউনাইটেড কলেজ ও সোনাবাড়িয়া সোনার বাংলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার আছে। তবে শহীদ মিনার নির্মাণের দিক থেকে বেসরকারি কলেজের চেয়ে মাধ্যমিক বিদ্যালয় অনেকটা এগিয়ে আছে। কেননা উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে।

শহীদ মিনার নির্মাণের জন্য উদ্যোগ ও সমন্বিত প্রয়াস প্রয়োজন বলে মনে করেন মুক্তিযোদ্ধা মিজানুর রহমান।

মন্তব্যসাতদিনের সেরা