kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

ঠাকুরগাঁওয়ে অযত্ন ও অবহেলায়

ঠাকুরগাঁও প্রতিনিধি   

২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীর্ঘদিন ধরে সংস্কার না করায় অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে ঠাকুরগাঁও জেলার প্রথম শহীদ মিনার। প্রায় ৫০ বছর আগে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়। একসময় এই শহীদ মিনারটি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে ব্যবহার হতো। সে সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ অন্যান্য কার্যক্রম এই শহীদ মিনারকেন্দ্রিক পরিচালিত হলেও কালের বিবর্তনে এখন আর কোনো কিছুই সেখানে হয় না।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, যেহেতু এটি জেলার প্রথম শহীদ মিনার তাই এর ইতিহাস নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা