kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

হাজী দানেশ

শিক্ষককে গালাগালি চালকের শাস্তি দাবি

দিনাজপুর প্রতিনিধি   

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক অধ্যাপক ড. ফাহিমা খানমকে গালাগাল করার অভিযোগে গাড়িচালক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ মানববন্ধনটির আয়োজন করে। এতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ ও পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের শিক্ষক এবং কর্মচারীরা অংশ নেন।

প্রসঙ্গত, ড. ফাহিমা বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ও গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি। অন্যদিকে অভিযুক্ত জাহাঙ্গীর প্রগতিশীল কর্মচারী পরিষদের সভাপতিও।

মন্তব্যসাতদিনের সেরা