kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

সংক্ষিপ্ত

ধুনটে সেতু ভেঙে খালে

ধুনট (বগুড়া) প্রতিনিধি   

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেধুনটে সেতু ভেঙে খালে

বগুড়ার ধুনটে অতিরিক্ত বালুবোঝাই ট্রাকের ভারে গাড়ামারা খালের ওপর থাকা বেইলি সেতুটি ভেঙে পানিতে পড়ে গেছে। গতকাল দুর্ঘটনাটি ঘটে। এতে সারা দেশের সঙ্গে ধুনটের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ছবি : কালের কণ্ঠ

বগুড়ার ধুনটে অতিরিক্ত বালু বোঝাই ট্রাকের ভারে গাড়ামারা খালের ওপর থাকা বেইলি সেতুটি ভেঙে পানিতে পড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে সেতুটি ভেঙে যাওয়ায় এ উপজেলার সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ আছে। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘ভেঙে পড়া সেতুর দুই পাশে পুলিশ মোতায়েন রয়েছে। ট্রাকের মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।’ সওজের জেলা নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ‘ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে অতিরিক্ত ওজনের পরিবহন পারাপারে নিষেধাজ্ঞা আছে। কিন্তু নিষেধ অমান্য করে অতিরিক্ত বালু বোঝাই ট্রাকটি সেতুতে ওঠায় সেটি ভেঙে পড়েছে। এ কারণে ট্রাকের মালিককে খুঁজে বের করে  আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্যসাতদিনের সেরা