kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

নজরুল বিশ্ববিদ্যালয়

পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দুই শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৬৭তম সিন্ডিকেট সভায় তাঁদের বহিষ্কার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকির হোসেনকে তিন বছর, একই বিভাগ ও বর্ষের আরেক শিক্ষার্থী তানভীরুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরানকে র‌্যাগিংয়ের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা