kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

জন-আকাঙ্ক্ষার মতবিনিময়সভা

নওগাঁ প্রতিনিধি   

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁয় ‘জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে রাজনৈতিক দলের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, সংগঠনটির প্রধান সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু প্রমুখ। বক্তারা বলেন, কল্যাণকর একটি রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে ‘জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে নতুন এই দল গঠন করা হচ্ছে। এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুর রহমান, আ ন ম শাহাদত হোসেন টুটুল, আয়নুল হক প্রমুখ। সভা সঞ্চালনা করেন আলোচনাসভার আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান।

মন্তব্যসাতদিনের সেরা