kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

সংক্ষিপ্ত

বেনাপোল ট্র্যাজেডির ছয় বছর আজ

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেনাপোল ট্র্যাজেডির ছয় বছর আজ শনিবার। ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি মুজিবনগর থেকে শিক্ষা সফর শেষে বেনাপোলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৯ শিশু শিক্ষার্থী নিহত হয়। একই ঘটনায় আহত হয় ৪৭ শিক্ষার্থী। হতাহতরা বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।  প্রতিবছরের মতো আজও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নিহত শিশুদের স্মরণ করা হচ্ছে। এর মধ্যে আছে বেনাপোলের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, শোকযাত্রা, নিহতদের স্মরণে স্কুলটির সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা, আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে যশোর-১ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ আফিল উদ্দিনের উপস্থিত থাকার কথা আছে।

মন্তব্যসাতদিনের সেরা