kalerkantho

বুধবার । ৬ ফাল্গুন ১৪২৬ । ১৯ ফেব্রুয়ারি ২০২০। ২৪ জমাদিউস সানি ১৪৪১

সংক্ষিপ্ত

‘কমপ্লেক্সের জমিতে স্মৃতিস্তম্ভ নয়’

সিংড়া (নাটোর) প্রতিনিধি   

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের সিংড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জমির কিছু অংশে স্মৃতিস্তম্ভ না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধনটির আয়োজন করে। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) মোছা. নাসরিন বানু বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য দশমিক ৮২৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে কিছু অংশে ভবনও নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট জমিতে গাড়ি পার্কিংসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে মার্কেট নির্মাণের সুযোগ আছে। কিন্তু পূর্ব পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য তিন কাঠা জমি বরাদ্দ দেওয়া হয়েছে এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তুতি চলছে, যা সম্পূর্ণ অবৈধ ও আইন পরিপন্থী।’

মন্তব্যসাতদিনের সেরা