kalerkantho

বুধবার । ৬ ফাল্গুন ১৪২৬ । ১৯ ফেব্রুয়ারি ২০২০। ২৪ জমাদিউস সানি ১৪৪১

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) ও বেনাপোল (যশোর) প্রতিনিধি   

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপানিতে ডুবে গতকাল বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুরে দুই বোন এবং যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়ায় এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, কুড়িগ্রামের ধরনীবাড়ি ইউনিয়নের শাহাদৎ হোসেনের দুই মেয়ে সাদিয়া (১০) ও সাওদা (৯) উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামে নানির বাড়িতে থেকে লেখাপড়া করত। গতকাল দুপুরে খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। তারা সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এদিকে যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামে ওমর ফারুক মাসুদ নামের তিন বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা