kalerkantho

রবিবার  । ১৫ চৈত্র ১৪২৬। ২৯ মার্চ ২০২০। ৩ শাবান ১৪৪১

চুনারুঘাটে ধামালীর সিলেটি উৎসব

হবিগঞ্জ প্রতিনিধি   

২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেধামালী, ঘেটু নাচ, বউ নাচ আর ব্যাঙের বিয়ে—এ রকম নানা আয়োজনে অনুষ্ঠিত হলো সিলেটি উৎসব। হবিগঞ্জের চুনারুঘাটে সাংস্কৃতিক সংগঠন ধামালীর আয়োজনে এই উৎসব উপভোগ করে কয়েক হাজার মানুষ। ঢাকঢোল আর বাদ্যের মূর্ছনায় দুই দিনব্যাপী উৎসব শেষ হয় গত শনিবার গভীর রাতে। এর আগে গত শুক্রবার রাতে চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সে শুরু হয়েছিল উৎসব। অতিথি হিসেবে ছিলেন সিলেটের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা