kalerkantho

বৃহস্পতিবার । ৭ ফাল্গুন ১৪২৬ । ২০ ফেব্রুয়ারি ২০২০। ২৫ জমাদিউস সানি ১৪৪১

ইসলামী বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় নকল ২২ ছাত্রের দণ্ড

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরীক্ষায় নকলের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার ৫৬তম পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। তিনি বলেন, ‘শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তগুলো প্রশাসনের কাছে সুপারিশ আকারে পাঠানো হবে। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে।

সভায় এক শিক্ষার্থীকে দুই বছর, তিন শিক্ষার্থীকে এক বছর ও ছয় শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। এ ছাড়া ১২ জনের একটি কোর্সের পরীক্ষা বাতিল করা হয়। তাছাড়া সভায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তুহিনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আতিকুর রহমান, সাইফুল ইসলাম ও ইইই বিভাগের আবু তালেবকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা