শাহজাদপুরে বালু তোলার ছয়টি যন্ত্র জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা পুলিশ নিয়ে উপজেলার পোরজনার নদীর আলাদা তিনটি স্থান থেকে ছয়টি যন্ত্র জব্দ করেন। পরে যন্ত্রগুলোর মালিক না পাওয়ায় সেগুলো নদীতেই ধ্বংস করা হয়। ইউএনও শামসুজ্জোহা জানান, পোরজনা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছিল। খনন যন্ত্রগুলোর মালিক না পাওয়ায় নদীতেই তা ধ্বংস করা হয়েছে।
মন্তব্য