kalerkantho

বুধবার  । ১৮ চৈত্র ১৪২৬। ১ এপ্রিল ২০২০। ৬ শাবান ১৪৪১

সংক্ষিপ্ত

রোহিঙ্গা সন্দেহে তিন নারী আটক

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফুলবাড়িয়ায় রোহিঙ্গা সন্দেহে শিশুসহ তিন নারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি শিশুসন্তান নিয়ে তিন নারী ঘোরাফেরা করার সময় তাঁদের চোর সন্দেহে আটক করে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা। আটকৃত নারীদের ভাষা কেউ ঠিকমতো বুঝতে পারছিল না। কথাবার্তা অনেকটা রোহিঙ্গাদের মতো হওয়ায় তিন নারীকে পুলিশের হাতে তুলে দেয় এলাকার লোকজন। ফুলবাড়িয়া থানার এসআই মো. ফেরদৌস আলম বলেন, আটককৃতরা যেসব তথ্য দিয়েছে তা যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা