kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

শুভসংঘের কম্বল বিতরণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি   

১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুস্থ, বিধবা, অসুস্থ ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পাবনার চাটমোহর উপজেলা শুভসংঘ। শনিবার সকাল ১১টায় চাটমোহর রেলস্টেশনের রেস্টহাউসে বিশ্বাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এসি ইকুইপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ফুরকান আলী বিশ্বাস (শান্ত)র সহায়তায় অর্ধ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ’র পাবনা জেলা প্রতিনিধি ও শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আহম্মেদ উল হক রানা, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা শাখার সাবেক সভাপতি ডা. গোলাম রহমান, চাটমোহর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তাওলাদ হোসেন মিরাজ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা