রাজশাহীর মোহনপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ছাত্রলীগ নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রায়ঘাটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়ঘাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনির ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুল আলম মিঠু, তাঁর সহযোগী হোসাইন, রানা হোসেন, মাহফুজুর রহমান, শফিউল, আরাফাত ইসলাম নাহিদ ও হারুন-অর-রশিদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন থেকে চার মাস ধরে দশম শ্রেণির ছাত্রীটিকে যৌন হয়রানি করছিল আসামি হোসাইন। সর্বশেষ বৃহস্পতিবার বড়াল উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে সে ও তার সহযোগীরা মেয়েটিকে যৌন হয়রানি করে। এ ঘটনায় মেয়েটির বাবা সেদিন রাতেই থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন।
মন্তব্য