kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

বরগুনায় ‘সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি   

১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসম্প্রীতি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সম্প্রীতি সংলাপ’। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বরগুনায় জেলা শিল্পকলা একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক বিশিষ্ট অভিনেতা, নাট্যকার, আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সভাপতির বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এ দেশে হাজার বছর ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, সাঁওতালসহ সব ধর্মবর্ণের মানুষ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী একসঙ্গে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে বলেই সব স্রোত এক ধারায় এসে মিলিত হয়ে বাঙালি সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ ও শক্তিশালী। তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির কাছে বাংলাদেশের শাসনক্ষমতা না রাখলে বাংলাদেশের উন্নয়ন স্থবির হয়ে যাবে।’

সম্প্রীতি সংলাপে আরো আলোচনা করেন সাবেক সচিব ও সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন আহমেদ, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিমান চন্দ্র বড়ুয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ আবদুর রশিদ মিয়া, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, নারী নেত্রী নিগাত সুলতানা আজাদ, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেন প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা