kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

ময়মনসিংহে স্ত্রী-মেয়েকে হত্যা

অভিযুক্ত শাহীন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহ নগরীতে স্ত্রী ও মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলাম শাহীনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল  দুপুরে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে বিকেলে তাকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

শাহীন গত বুধবার বিকেলে নগরের খাগডহর এলাকায় নিজ বাসায় স্ত্রী রুমা আক্তার ও মেয়ে নাফিয়া আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। বড় মেয়ে লাবণ্যকেও হত্যার চেষ্টা করেছিল তার বাবা। কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায়। এ ঘটনায় লাবণ্য বাদী হয়ে কোতোয়ালি থানায় বাবার বিরুদ্ধে মামলা করে। 

পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তিই এ হত্যার কারণ। তবে সুনির্দিষ্ট কোনো কারণ তাত্ক্ষণিক জানতে পারেনি পুলিশ।

 

মন্তব্যসাতদিনের সেরা