kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

নড়াইলে সুলতান মেলা শুরু

নড়াইল প্রতিনিধি   

১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে ১২ দিনব্যাপী সুলতান মেলা উদ্বোধন হয়েছে। মুজিববর্ষ হিসেবে এবারের মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগী কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। পরে অতিথিরা ভিক্টোরিয়া কলেজের দর্শন হলে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। সুলতান মঞ্চে উদ্বোধনী আলোচনার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহাবুবুর রশীদ। আলোচনায় অংশ নেন নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম প্রমুখ।

মেলার ভেতর-বাইরে অন্তত ১০০টি নানা ধরনের স্টল সাজানো হয়েছে। সুলতান মঞ্চের ভেতরে ও বাইরে স্থানীয় শিল্পীরা তুলির আঁচড়ে মেলা প্রাঙ্গণ নানা চিত্রে ফুটিয়ে তুলেছেন, রাস্তায় আঁকা হয়েছে আলপনা। মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ খেলা, আলোচনাসভা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দেশি-বিদেশি চিত্রশিল্পীদের নিয়ে রয়েছে চিত্র প্রদর্শনী।

মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করা হবে। তবে এ বছর সুলতান পদক কে পাবেন, তা এখনো নির্ধারণ হয়নি।

 

 

মন্তব্যসাতদিনের সেরা