kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

সরষে ফুলের মুগ্ধতা

১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরষে ফুলের মুগ্ধতা

মাঠে যত দূর দেখা যায় শুধু হলুদ রঙের ছড়াছড়ি। বিকেল হলে যেমন এই সরষেক্ষেতে মৌমাছির আনাগোনা ঘটে, তেমনি দুরন্ত কিশোরীরাও মেতে ওঠে সরষে ফুলের মুগ্ধতায়। ছবিটি গতকাল বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা থেকে তোলা। ছবি : মনোতোষ হাওলাদার

মন্তব্যসাতদিনের সেরা