kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

সংক্ষিপ্ত

বেড়ায় ভুয়া ডাক্তার আটক

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা   

১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেড়ায় ভুয়া ডাক্তার আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে বেড়া বাসস্ট্যান্ডের পাশে নুরুন্নাহার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভুয়া ডাক্তার মো. ফরহাদ আলীকে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার কান্দাপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে। জানা যায়, গতকাল বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বেড়া বাসস্ট্যান্ডের পাশে নুরুন্নাহার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালিয়ে ফরহাদের কাছে ডাক্তারি সনদ দেখতে চাইলে তা দেখাতে পারেননি।

মন্তব্যসাতদিনের সেরা