kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

সাংবাদিক আক্রান্ত

চুয়াডাঙ্গায় প্রতিবাদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসারা দেশে সাংবাদিকদের ওপর হামলা-মামলা, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাব মঙ্গলবার দুপুরে শহরের শহীদ হাসান চত্বরে এক মানববন্ধন ও সমাবেশ করেছে। সমাবেশে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন ও সমাবেশ শেষে পাঁচ দফা দাবিসংবলিত এক স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর। সমাবেশে সাংবাদিকরা ছাড়াও জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে সমাবেশে অংশ নেয়। এ সময় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাবিবি জহির রায়হান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডালিম, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি আওয়াল হোসেন প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা