kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

এক মা তাঁর শিশুকে কোলে নিয়ে রোদের মধ্যে বসে শীত নিবারণের চেষ্টা করছেন

২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক মা তাঁর শিশুকে কোলে নিয়ে রোদের মধ্যে বসে শীত নিবারণের চেষ্টা করছেন

দিনাজপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে গতকাল দুপুরে ছিন্নমূল এক মা তাঁর শিশুকে কোলে নিয়ে রোদের মধ্যে বসে শীত নিবারণের চেষ্টা করছেন। তাঁকে দেখে মনে পড়ে যায় সুকান্ত ভট্টাচার্যের কবিতা—‘হে সূর্য! তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে/উত্তাপ আর আলো দিও,/আর উত্তাপ দিও,/রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে।’ ছবি : এমদাদুল হক মিলন

মন্তব্যসাতদিনের সেরা