kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

মহেশপুর সীমান্ত

অবৈধ ছয় অনুপ্রবেশকারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি   

১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে শিশু, নারীসহ ছয়জনকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার মহেশপুর উপজেলার সস্তা সীমান্ত বাজার থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে ৩১১ জনকে আটক করা হলো।

বিজিবি খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন নারী-পুরুষ প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে সকালে সীমান্তের সস্তা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সস্তা বাজার থেকে তিনজন পুরুষ, একজন নারী ও দুজন শিশুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, কাজের সন্ধানে তারা ভারতে গিয়েছিল। তারা বাংলাদেশের নাগরিক এবং তাদের বাড়ি নড়াইল ও পিরোজপুরে বলে দাবি করে।

আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা