kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

অবৈধ ঘাট উচ্ছেদের পর ফের চালু

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউচ্ছেদের ২৪ ঘণ্টা যেতে না যেতেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌবন্দরের প্রায় চার মাইল ভাটিতে পাবনার বেড়ার শালিকা ঘাটে বলগেট (বড় নৌকা) থেকে আবারও মালামাল খালাস করা হচ্ছে। এতে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। জানা যায়, গত ৯ ডিসেম্বর শালিকা ঘাটে অভিযান চালিয়ে বিভিন্ন স্থাপনা উচ্ছেদের পর ঘাটটি বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। নৌ মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম এ অভিযান চালান। এ সময় বিআইডাব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বেড়া থানার ওসি উপস্থিত ছিলেন। কিন্তু উচ্ছেদের ২৪ ঘণ্টা যেতে না যেতেই ঘাটটি দিয়ে বিভিন্ন স্থানে ট্রাকে করে মালামাল নেওয়া হচ্ছে। ফলে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। বিআইডাব্লিউটিএর বাঘাবাড়ী নৌবন্দরের সহকারী পরিচালক, সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান অভিযোগ করেন, প্রভাবশালীরা জোর খাটিয়ে আবারও ঘাটটি ব্যবহার করে মালামাল খালাস করছেন। এ ব্যাপারে বেড়া ইউএনও আশিক আনাম সিদ্দিকী বলেন, ‘বাঘাবাড়ী নৌবন্দর কর্তৃপক্ষ (বিষয়টি) আমাকে জানিয়েছে। খুব শিগগির ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্তব্যসাতদিনের সেরা