kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

সিংড়া

উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি নিয়ে ক্ষোভ

নাটোর ও সিংড়া প্রতিনিধি   

১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএকই দিনে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ২৪ নভেম্বর ওই দুই কমিটি ঘোষণা করা হয়। তবে দলে অসন্তোষ দেখা দেওয়ায় পরে ৫১ সদস্যের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে ৬৭ সদস্যের এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে ৪৫ সদস্যের স্থলে ৬১ সদস্যের করা হয়। কিন্তু এ কমিটিতে দলের অনেক ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীর স্থান না পাওয়ার অভিযোগ উঠেছে।

দলীয় সূত্র জানায়, গত ২৪ নভেম্বর অ্যাডভোকেট মজিবর রহমান মন্টুকে আহ্বায়ক ও দাউদার মাহমুদকে সদস্যসচিব করে ৫১ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি এবং অ্যাডভোকেট আলী আজগর খানকে আহ্বায়ক ও তায়জুল ইসলামকে সদস্যসচিব করে ৪৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু দলীয় নেতাকর্মীদের অসন্তোষের মুখে ৬৭ সদস্যের উপজেলা কমিটি ৬১ সদস্যের পৌর আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপি। এ কমিটিতে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষর থাকলেও কোনো যুগ্ম আহ্বায়কের স্বাক্ষর নেই। তা ছাড়া দুই কমিটিতে একই ব্যক্তির নাম একাধিকবার এসেছে।

উপজেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘গত জাতীয় নির্বাচনে প্রচারণায় গিয়ে সিংড়ায় আওয়ামী লীগের হামলার শিকার হয়েছিলাম। আর এখন আমার নাম খুঁজে পেলাম না।’

সোহেল রানা লিখেছেন, ‘চলনবিলের কয়েক কেজি মাছ, তো আপনার পদ-পদবি পাস। নেতাদের ডিমান্ড, এতটুকুই ব্যস।’

এ বিষয়ে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান মন্টু বলেন, ‘কিছু ত্যাগী নেতাকর্মীর নাম বাদ পড়েছে। এ নিয়ে দলে কিছুটা অসন্তোষ রয়েছে। এ বিষয়ে আমরা কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে কথা বলে কমিটিতে আরো সদস্য অন্তর্ভুক্ত করার অনুরোধ জানাব।’

 

নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আমিনুল হক বলেন, দলের স্বার্থে কিছু সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা