kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

বেড়ার মেয়রের অবৈধ নৌবন্দর উচ্ছেদ

পাবনা ও আঞ্চলিক প্রতিনিধি   

১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনা বেড়া উপজেলার সালিকাপাড়া এলাকায় হুরাসাগর নদের ওপর গড়ে তোলা অবৈধ একটি নৌবন্দর উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বন্দরটি উচ্ছেদ করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহ হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। এ সময় বন্দর এলাকা থেকে ৯টি জাহাজ এবং ৯ জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

স্থানীয়রা জানিয়েছে, সালিকাপাড়া নদীর তীরে জাহাজ থেকে মালামাল ওঠানো-নামানোর জন্য একটি একতলা ভবন নির্মাণ করে বন্দর বানান বেড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাতেন। সেখানে স্থাপিত সাইনবোর্ডে লেখা ছিল ‘বৃশালিখা বেসরকারি রাজঘাট/ব্যবস্থাপনা ও পরিচালনায় আলহাজ আব্দুল বাতেন’।

অভিযান চলাকালে বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান মাহবুবুর রহমান ছাড়াও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা