kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

ধামইরহাটে নেশাখোর ছেলেকে পুলিশে দিলেন বাবা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি   

১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁর ধামইরহাটে এক নেশাখোর ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁর অসহায় বাবা। গতকাল সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত রাঙ্গামাটি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাঙ্গামাটি গ্রামের দিনমজুর সাদেকুল ইসলাম তাঁর নেশাখোর ছেলে আশরাফুল হক বাবুকে (২৮) থানা-পুলিশের হাতে তুলে দেন। বাবু এক সন্তানের জনক। তিনি তাঁর ছোট ভাইয়ের সঙ্গে ট্রাক্টরের লেবার হিসেবে কাজ করতেন। বন্ধুদের খপ্পরে পড়ে তিনি এক মাস ধরে পেন্টাডল জাতীয় নেশা সেবন করতে থাকেন। নেশার ঘোরে থাকায় তিনি কাজকর্ম এক প্রকার ছেড়েই দিয়েছেন। বাধ্য হয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেন বাবা।

মন্তব্যসাতদিনের সেরা