kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

রাজশাহীতে ফেনসিডিলসহ এমপির সমর্থক আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহীতে জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থল থেকে ফেনসিডিলসহ সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীর সমর্থককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

আটক হওয়া হাসান কবির গোদাগাড়ী উপজেলার ডোমকুলি গ্রামের আবদুল আজিজের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

আটকের সময় তাঁর পরনে এমপি ফারুকের সরবরাহ করা হলুদ রঙের টি-শার্ট ছিল। টি-শার্টটিতে এমপির ছবিও আছে।

প্রসঙ্গত, ফারুক রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি। তাঁর বিরুদ্ধে মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতার অভিযোগ দীর্ঘদিনের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সকালে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। মাঠে ঢোকার সময় নেতাকর্মীদের তল্লাশি করে পুলিশ। এ সময় হাসানের কোমরে এক বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে নগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক হোসেন তাঁকে আটক করেন থানায় নেন। হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই মোস্তাক।

মন্তব্যসাতদিনের সেরা