kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

বগুড়ায় পুলিশ ও বিএনপি ধাক্কাধাক্কি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়েছে। এ সময় বিএনপির তিন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশি বেষ্টনীর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ তিনজন আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁদের মুক্তির দাবি জানান। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘তিনজনকে আটক করা হয়েছে। সিনিয়র অফিসারদের সঙ্গে আলোচনা করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মন্তব্যসাতদিনের সেরা