kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

দিনাজপুরে আদালতে আসামির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি   

৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে নুরুল হোসেন (৫৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নুরুল হোসেন নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রাম-নয়াপাড়ার বাসিন্দা। তিনি একটি মাদক মামলার আসামি হিসেবে জামিন নেওয়ার জন্য আদালতে এসেছিলেন। নুরুল হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মো. শহিদুল হক জানান, দুপুরে হাজিরা দিতে এসে আদালতের সিঁড়িতে পড়ে যান নুরুল হোসেন। তাঁর আত্মীয়-স্বজনরা দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা