kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

প্রতিবন্ধীর সহায়তায় প্রতিবন্ধী

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি   

৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রতিবন্ধী দীপা মনি। বয়স সাত বছর হলেও সে হাঁটতে পারে না। এমনকি কথাও বলতে পারে না। দীপা উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মণ্ডলের হাট মোল্লাপাড়া গ্রামের দুলু মিয়ার মেয়ে। অভাবের সংসারে দীপার জন্য একটি হুইলচেয়ার কিনতে পারছিল না ওর পরিবার। এ খবর পৌঁছে যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রতিবন্ধী জিসাদ হাসান জাহিদের কানে। সঙ্গে সঙ্গেই সে হুইলচেয়ার দেওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে।  গতকাল দুপুরে যখন দীপকে জাহিদ একটি হুইলচেয়ার উপহার দিল, তখন উপস্থিত সবার চোখ ছলছল করছিল। জাহিদ দুর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। বাবা মারা যাওয়ার পর মা জাহানারা বেগম মুদি দোকান করে সংসার চালান। জাহানারা বলেন, ‘আমার ছেলের জন্য লোকেরা পাঁচটি হুইলচেয়ার দিয়েছে। তাই সেখান থেকে একটা চেয়ার দীপাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মন্তব্যসাতদিনের সেরা