kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

বাগেরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাগেরহাটে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলার সদর উপজেলার বাড়ইপাড়া এবং ফকিরহাট উপজেলার শিয়ালিকান্দা গ্রামে ওই দুই শিশুর মৃত্যু হয়।

শিশু দুজন হলো সদর উপজেলার বাড়ইপাড়া গ্রামের সবেরত আলীর ২১ মাস বয়সী ছেলে এইচ এম মারশাফি এবং ফকিরহাটের শিয়ালিকান্দা গ্রামের বিশ্বজিৎ বাড়ইয়ের তিন বছর বয়সী ছেলে নয়ন বাড়ই।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে মারশাফি হামাগুড়ি দিয়ে ঘরের বাইরে চলে আসে। পরে সে পাশে পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তা ছাড়া নয়ন বাড়ির পাশে খেলা করছিল। বিকেল পৌনে ৫টার দিকে সে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা