kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

গফরগাঁও

শিক্ষা অফিসে যোগদানে বাধা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে যোগদান করতে এসে আব্দুর রাজ্জাক নামের এক সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁকে অপমান করে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার বিকেলে।

জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সালমা আক্তার। সুনামগঞ্জের দিরাই উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক গফরগাঁওয়ে বদলি হয়ে আসেন। বিধি অনুযায়ী, জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁরই ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পাওয়ার কথা। তাই বর্তমানে এই দায়িত্বে থাকা সালমা আক্তার তাঁকে যোগদান করতে না দিয়ে অপমান করে তাড়িয়ে দেন। ভুক্তভোগী রাজ্জাক বলেন, ‘আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অপ্রত্যাশিত ও অস্বাভাবিক।’ ফোন না ধরায় এ ব্যাপারে অভিযুক্ত সালমার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল হক বলেন, ‘অবশ্যই তিনি (রাজ্জাক) যোগদান করবেন। তাঁকে অপমান করে তাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি আমি খোঁজ নেব।’

মন্তব্যসাতদিনের সেরা